মানবসেবা সংগঠন মেহেরপুর নিঃস্বার্থ মানবিক সেবায় রক্তপ্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে। প্রয়োজনের মুহূর্তেই মেহেরপুর জেলার অধিবাসীদের দ্রুত ও নিরাপদ সেবা পৌঁছে দেয়।
বিনামূল্যে রক্তদান সংস্কৃতি ছড়িয়ে দিয়ে চরম প্রয়োজনের সময় সবার পাশে থাকা। শতভাগ স্বেচ্ছা ও নির্ভরযোগ্য রক্তসংগ্রহ এবং দাতা-গ্রহীতার নেটওয়ার্ক গড়ে তোলা।
প্রতিষ্ঠা: ২০২৩, ছোট পরিসর থেকে শুরু, দ্রুত প্রচলিত প্রযুক্তির মাধ্যমে আধুনিক রক্তদান প্ল্যাটফর্ম।
ভবিষ্যতে প্রযুক্তি ও স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে সেবার পরিধি দেশের প্রতিটি উপজেলায় বাড়ানো।
"মানবসেবায় আমরা সবার আগে!"
প্রয়োজনে পাশে, প্রযুক্তিতে আধুনিক!
রক্তদানের উপকারিতা ও নিয়মাবলী জানুন
রক্তদান সম্পর্কে সাধারণ প্রশ্ন ও উত্তর
সুস্থ, বয়স ১৮-৬০, ওজন ৪৫ কেজি+; নির্দিষ্ট শারীরিক শর্ত মানা লাগবে। হিমোগ্লোবিন ১২ gm/dl এর উপরে থাকতে হবে।
চার মাস পরপর (পুরুষ), ছয় মাস (নারী)। বছরে সর্বোচ্চ ৩ বার রক্ত দেওয়া যায়।
অল্প মাথা ঘোরা বা দুর্বলতা, বিশ্রামে চলে যায়; সাধারণত ক্ষতি হয় না। পর্যাপ্ত পানি পান করুন এবং বিশ্রাম নিন।
ম্যালেরিয়া, হেপাটাইটিস, HIV, গুরুতর অসুস্থতা ও সংক্রমণে রক্ত দেওয়া যাবে না। কোনো ওষুধ সেবন করলে ডাক্তারের পরামর্শ নিন।
মোবাইল অ্যাপের মাধ্যমে আরও সহজে রক্ত খুঁজুন এবং দান করুন
দ্রুত রক্ত খুঁজুন, জীবন বাঁচান
যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
নাম: তানজীম রহমান শিশির
রক্ত সম্পাদক
01997204675
tanzimshishir@gmail
মানবসেবা সংগঠন মেহেরপুর
WhatsApp/SMS Support
ডেটা নিরাপত্তা
সেনসিটিভ তথ্য অ্যাপ এ শেয়ার করা থেকে বিরত থাকুন
গোপনীয়তা নীতি
রক্তদাতা নিজের ছবি, মোবাইল নম্বর, রক্তের গ্রুপ, রক্তদানের ঠিকানা এগুলো নিজ ইচ্ছায় অ্যাপে শেয়ার করে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় অ্যাপ, ওয়েবসাইট বা সংগঠন দায়ী থাকবে না। অ্যাপে একাউন্ট করার সময় ব্যবহার করা আপনার ইমেইল এবং পাসওয়ার্ড অন্য কারোর সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন।